| সোমবার, ০১ মে ২০২৩ | প্রিন্ট | 38 বার পঠিত
সিরিয়ায় তুরস্কের সরকারি এমআইটি গোয়েন্দা সংস্থার অভিযানে সন্দেহভাজন আইএস জঙ্গি নেতা নিহত হয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল রোববার এ কথা বলেছেন।
এরদোয়ান টিভিতে এক ঘোষণায় জানান, সিরিয়ায় গত শনিবার এমআইটির অভিযানে সন্দেহভাজন আইএস জঙ্গি নেতা আবু হোসেন আল-কুরেশি নিহত হয়েছেন।
গতবছর নভেম্বরে সিরিয়ার দক্ষিণাঞ্চলে এক অভিযানে আইএস এর তৎকালীন প্রধান আবু আল হাসান- আল-হাশেমি আল-কুরেশি নিহত হন। এরপরই আইএস এর দায়িত্ব গ্রহণ করেছিলেন আবু হুসেইন আল-কুরেশি।
সিরিয়ার স্থানীয় এবং নিরাপত্তা সূত্রগুলো বলেছে, অভিযানটি চালানো হয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর জান্দারিজে। শহরটি তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে। গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানান, গোয়েন্দা সংগঠন দীর্ঘদিন ধরে আবু হুসেইন আল কুরেশিকে অনুসরণ করেছে।
তার নিহত হওয়ার খবরে সিরিয়ান ন্যাশনাল আর্মি তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। স্থানীয় এক অধিবাসী বলেছেন, জানদারিজ শহরের দ্বারপ্রান্তে শনিবার থেকে সংঘাত শুরু হয়ে সারারাত ধরে চলেছে রোববার পর্যন্ত।
পরে নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে কাউকে ওই এলাকায় যেতে বারণ করেছে।
Posted ৭:০২ এএম | সোমবার, ০১ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।