| রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
বার্সেলোনার স্প্যানিশ রেস্টুরেন্টের স্টাফরা একরাশ বিস্ময় নিয়ে দেখলেন হঠাৎ তাদের রেস্টুরেন্টে হাজির হয়েছেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত তিন ব্যক্তি- স্টিভেন স্পিলবার্গ, বারাক ওবামা এবং ব্রুস স্প্রিংস্টিন।
ইনসাইডার- এর প্রতিবেদন থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বার্সেলোনার প্যালেস হোটেলের ‘আমার রেস্টুরেন্ট’-এ রাতের খাবার খেতে আসেন এই ত্রয়ী। কিন্তু হুট করে কেন একইসঙ্গে বিখ্যাত তিন ব্যক্তির আগমন?
কারণ, গত শুক্রবার বার্সেলোনার এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস-এ ছিল ব্রুস স্প্রিংস্টিনের কনসার্ট। মার্কিন গায়কের এ কনসার্টকে কেন্দ্র করেই শহরে আগমন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও হলিউড চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গের।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, ‘আমার রেস্টুরেন্ট’ এর শেফ রাফা জাফরা স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন- এই তিনজনের আসার মাত্র কয়েক ঘণ্টা আগে রিজার্ভেশনের জন্য কল দেওয়া হয়।
‘বিখ্যাত স্প্যানিশ-আমেরিকান শেফ হোসে আন্দ্রেস আমাকে কল দেন এবং বলেন, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বুকিং, কিন্তু আমরা যেন কাউকে কিছু না জানাই। তবে আমি নিজে অবশ্যই কিছু খোঁজখবর নিয়েছি এবং জানতে পারলাম যে ওবামা আসছেন, আর ব্রুসের একটা কনসার্ট আছে এখানে’, স্প্যানিশ রেডিও স্টেশন ক্যাডেনা এসইআর’কে বলেন জাফরা।
জাফরা আরও জানান, তারা তিনজনই খুব ক্লান্ত হয়ে এসেছিলেন, কিন্তু তবুও ‘সব খাবার ট্রাই করতে চাচ্ছিলেন’। তারা ওয়েস্টার, শেলফিশ এবং ক্যাভিয়ার দিয়ে ডিনার করেন বলে জানান জাফরা।
তারা হালকা পানও করেছিলেন, তবে তার কনসার্ট ছিল তিনিই পান করেছেন সবচেয়ে কম- ব্রুস স্প্রিংস্টিনের দিকে ইঙ্গিত করে বলেন জাফরা।
রেস্টুরেন্টের স্টাফ সদস্য পল পেরেল্লো ইনস্টাগ্রামে বিখ্যাত এই ত্রয়ীর সাথে রেস্টুরেন্টের স্টাফ ও শেফদের তোলা ছবি পোস্ট করেছেন।
সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং স্পিলবার্গের স্ত্রী কেট ক্যাপশও কনসার্ট উপলক্ষে বার্সেলোনায় ছিলেন বলে খবর ইনসাইডার-এর।
Posted ৬:৫৩ এএম | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।