| বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 18 বার পঠিত
নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৬ জন।
২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চৌমাশিয়া পিড়ারমোড় এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের একজন হলেন পিকআপচালক হারুন মণ্ডল (২৬)। তিনি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের শমসের মণ্ডলের ছেলে। আরেকজন বগুড়া জেলার মজিবর রহমান।
আহত ১৬ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান। তিনি বলেন, হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ সময় আহত অবস্থায় প্রায় ১৬ জনকে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৫-৭ জনের অবস্থা ক্রিটিক্যাল বলেও জানান তিনি।
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্পেশাল অফিসার শফিউল ইসলাম বলেন, ঘটনা শোনামাত্রই আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। সেখানে একজনকে মৃত উদ্ধার করা হয়েছে। আহত প্রায় ১৪ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, বিকেল ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া পিড়ারমোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। যাত্রীবাহী বাসটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলেই পিকআপের চালক হারুন মারা যান।
Posted ৩:৩৩ পিএম | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।