| বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘাতে আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে সুদানের রাজধানী খার্তুম। এর মধ্যে সেখানে লুটপাটের শিকার হয়েছেন ৫৯ বাংলাদেশি। সবকিছু হারিয়ে তাঁরা দিশাহারা হয়ে পড়েছেন। উৎকণ্ঠায় থাকা এসব মানুষ এখন দেশে ফেরার অপেক্ষায় আছেন।
এই বাংলাদেশিরা খার্তুমের সোবা এলাকায় দেশটির তোলান ইলেকট্রিক্যাল অ্যান্ড মেটাল ইন্ডাস্ট্রিজের কারখানা চত্বরে থাকতেন। প্রতিষ্ঠানটি বিদ্যুতের খুঁটি ও মুঠোফোন টাওয়ার নির্মাণ করে। কারখানা প্রাঙ্গণের মধ্যে দুটি ভবনে থাকতেন ওই বাংলাদেশিরা।
স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে স্থানীয় ৩০০ থেকে সাড়ে ৩০০ লোক লাঠি, দা, ছুরি নিয়ে সেখানে হামলা চালান। তাঁরা বাংলাদেশিদের কাছ থেকে টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসের পাশাপাশি রান্না করা খাবার ও হাঁড়ি–পাতিলও নিয়ে গেছেন।
লুটপাটের শিকার হওয়া বিল্লাল হোসেন ও মোতালেব হোসেন নামের দুই বাংলাদেশি আজ বৃহস্পতিবার দুপুরে খার্তুমের সোবা থেকে মুঠোফোনে প্রথম আলোকে এসব তথ্য জানান। বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুদানের রাজধানী খার্তুম ও আশপাশের এলাকায় অবস্থানরত আরও ছয় বাংলাদেশির সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। পেশায় ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী এসব বাংলাদেশি জানান, বৃহস্পতিবারও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে গোলাগুলি ও রকেট হামলার পাশাপাশি জঙ্গি বিমান উড়তে দেখা গেছে। অর্থাৎ, মার্কিন মধ্যস্থতায় গত মঙ্গলবার থেকে যে অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছিল, তা পুরোপুরি কার্যকর হয়নি।
প্রবাসী বাংলাদেশিরা বলছেন, সুদানের সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই অব্যাহত থাকায় এরই মধ্যে বিভিন্ন দেশের নাগরিকেরা সুদান ছেড়ে গেছেন। এর পাশাপাশি স্থানীয় লোকজনও খার্তুম ছেড়ে চলে যাচ্ছেন। প্রায় জনশূন্য হয়ে পড়া খার্তুমে বাংলাদেশের লোকজনের মধ্যে দ্রুত সুদান ছাড়ার তাগিদ বাড়ছে। এর মধ্যে গতকাল বিকেলে খার্তুমের সোবা শিল্প এলাকায় বাংলাদেশিরা লুটপটের শিকার হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। ওই লুটপাটের ঘটনায় লড়াইরত কোনো পক্ষ নয়, স্থানীয় লোকজন জড়িত।
Posted ১:২২ পিএম | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।