| বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ চারজন নিহত হয়েছেন। জেলার বাসন ও কালীগঞ্জ থানা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বুধবার বাসন ও কালীগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এস আই হানিফ মাহমুদ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে মোটরসাইকেলযোগে নরসিংদীতে স্ত্রীর কাছে যাচ্ছিলেন ডেন্টাল চিকিৎসক সাইদুল ইসলাম (৩৬)। পথে চৌরাস্তা-জয়দেবপুর সড়কের নলজানী এলাকার ওয়ারলেস গেইটের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত সাইদুল ইসলাম রাজবাড়ি জেলা সদর থানার হরিহরপুর এলাকার আজিজ সরদারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও গাড়ি দু’টি জব্দ করে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।
এদিকে জেলার কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফয়েজুর রহমান জানান, কালীগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় আহত এক নারীসহ তিনজন মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে রাত ৮টার দিকে কুর্মিটোলা হাসপাতালে কাউছার আহমেদ (৩২) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গাজীপুরের টঙ্গীর চেরাগআলী কাঁঠালতলা এলাকার জালাল উদ্দিন ওরফে জলিল মিয়ার ছেলে মিরাজ (১২) রাত তিনটার দিকে ও কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর এলাকার মৃত কফিল উদ্দিনের মেয়ে সেলিনা বেগম একই রাতে মারা যান। তারা সবাই মঙ্গলবার কালীগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় আহত হন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১:৪৬ পিএম | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।