| মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
রাজধানীর মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা নাখালপাড়া, হাজারীবাগসহ বেশ কয়েকটি এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনে ছিদ্র বেরিয়েছে। ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছে। গ্যাসের গন্ধে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে, আতঙ্কিত এলাকাবাসী অন্তত শতাধিক ফোনকল করেছেন। আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছে ফায়ার সার্ভিস।
এদিকে রাজধানীতে ফায়ার সার্ভিসের সবগুলো স্টেশনকে সতর্ক করেছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। ইউনিটগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি ইউনিট রাজধানীতে টহলে বের হয়েছে।
ছিদ্রের কাছাকাছি স্থানে আগুন না জ্বালানো পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। সেই সঙ্গে বাড়তি সতর্কতা হিসেবে আপাতত কয়েক ঘণ্টা আগুন না জ্বালানোর অনুরোধ করা হয়েছে।
ফেসবুকে অনেকে লিখেছেন, রাজধানীর ইস্কাটন এলাকায় মসজিদ থেকে ঘোষণা করা হচ্ছে, আশপাশে এলাকায় তিতাস গ্যাসলাইন ছিদ্র হয়েছে। কেউ যেন আগুন না জ্বালায় ও আতঙ্কিত না হয়।
Posted ১:৩৭ এএম | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।