| সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার ডাঙ্গারহাট-গোমনাতি সড়কের ডাঙ্গারহাট শহীদ মিনারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ডিমলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে রাফিক ইসলাম (২২) ও মো. বুলু হোসেনের ছেলে রিপন ইসলারম (২৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল ও রিপন মোটরসাইকেলে ডাঙ্গারহাট বাজার থেকে গোমনাতি বাজারের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেল ডাঙ্গারহাট শহীদ মিনার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা খায়। এতে তারা সড়কে ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, নিহত দুই তরুণের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Posted ২:৩৩ পিএম | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।