| সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
চট্টগ্রামের সাতকানিয়ায় সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে একজন শিশু রয়েছে।
আজ রোববার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার এঁওচিয়ার ৯নং ওয়ার্ডের পুতুলের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আহত সাংবাদিকের নাম সৈয়দ কামরুল ইসলাম প্রকাশ মাষ্টার কামরুল (৫০)। তিনি উপজেলার এঁওচিয়ার পশ্চিম গাটিয়াডেঙ্গার মদিনগর এলাকার মৃত এম এ হাসানের ছেলে ও দি ডেইলি ইভেনিং নিউজ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন । একই ঘটনায় আহত শিশুর নাম রাফি রাইয়ান (৫)।
সে স্থানীয় আব্দুর রহিমের পুত্র। রাফিকে কেরানীহাটের আশশেফা হাসপাতাল ও কামরুলকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। আমরা কোন অস্ত্রধারীকে ছাড় দিবনা।
জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে ইংরেজি পত্রিকায় বিভিন্ন সময় এলাকার অবৈধ মাটি ব্যবসা বালু উত্তোলন, ইয়াবাসহ মাদক এবং অস্ত্র ব্যবসার বিরুদ্ধে লেখালেখি করলে এলাকার একটি মহল তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়। সর্বশেষ ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসলে সুযোগ বুঝে ওই চিহ্নিত চক্রটি তাঁর উপর এ হামলা চালায়। সাংবাদিক কামরুল ইসলামকে এলোপাতাড়ি গুলি করার সময় পশে থাকা শিশুটি আহত হয়। আহত সাংবাদিক মাষ্টার কামরুল এবং শিশুটির অবস্থা আশংকাজনক হলে স্থানীয় হাসপাতাল থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, সাংবাদিক কামরুলকে যারা হামলা করেছে তাদের গ্রেফতারের জন্য ইতিমধ্যে আমরা মাঠে নেমেছি।
এঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল ওয়াহেদ শাহ আলম বলেন, সাংবাদিক কামরুলকে স্থানীয় একটি দোকানে সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলি করেছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলাম তাকে দেখতে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুলিবিদ্ধ শিশুসহ কামরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Posted ২:৪১ এএম | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।