| সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে ছাত্রলীগ নেতা শেখ সুমন সবুজ (২৯) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের নিজ বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়। শেখ সুমন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
নিহত শেখ সুমন সবুজের চাচা শেখ ফরিদ উদ্দীন আহম্মেদ বলেন, আমার ভাতিজাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমার এখন কথা বলার মতো পরিস্থিতি নাই। রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, রাত ১০টার পরে সবুজকে নিজ বাড়িতে গুলি করা হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে প্রেরণ করেন। পথেই সবুজের মৃত্যু হয়।
এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, রবিবার রাত সাড়ে ১০টার দিকে সবুজ ঘরে বসা ছিল। এসময় সন্ত্রাসীরা তাকে শটগান দিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পর সবুজকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
Posted ১:৫২ এএম | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।