| রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
অবশেষে একমাসের বেশি সময় পর গ্রেপ্তার হলেন খানিলস্তানপন্থী নেতা অমৃতপাল সিং।
খালিস্তানপন্থী ‘ওয়ারিশ পাঞ্জাব দে’র (পাঞ্জাবের উত্তরাধিকারী) নেতা অমৃতপাল সিং পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
কয়েকটি সূত্রের দাবি, রোববার (২৩ এপ্রিল) ভোরে মোগা শহরের একটি গুরুদ্বারের সামনে অমৃতপাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাকে গ্রেফতার করে অমৃতসরে নিয়ে যাওয়া হয়।
গত ১৮ মার্চ থেকে ৩৬ দিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। এ সময় তাকে খুঁজে বের করতে ব্যাপক অভিযান চালানো হলেও ‘ওয়ারিশ দে পাঞ্জাব’ সংগঠনের এই নেতাকে খুঁজে পায়নি পুলিশ।
পাঞ্জাব পুলিশ রোববার তার গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
পুলিশের অভিযোগে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে পাঞ্জাবের অমৃতসরের কাছে এক থানায় বন্দি সঙ্গীকে মুক্ত করতে অমৃতপাল তার কয়েকশো সমর্থককে সঙ্গে নিয়ে হামলা চালিয়েছিলেন। তার ঘনিষ্ঠ ওই সঙ্গীর নাম পপ্পলপ্রীত সিং। ওই ঘটনার পর থেকেই তারা দু’জন পলাতক ছিলেন। তবে ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রায় এক মাস পর গত ১৮ মার্চ পুলিশ খালিস্তানপন্থি এই নেতাকে প্রথম গ্রেপ্তার করতে তৎপর হয়, আনা হয় অভিযোগ। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি।
ভারতের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে কোনো অভিযোগ গঠন ছাড়াই অমৃতপালকে এক বছর বন্দি করে রাখা যাবে।
অমৃতপাল ও তার সমর্থকদের বিরুদ্ধে খুনের চেষ্টা, আইনপ্রয়োগে বাধাদান এবং অস্থিরতা তৈরির অভিযোগ এনেছে পুলিশ।হিন্দুস্তান
টাইমসের খবরে বলা হয়েছে, অনাবাসী ভারতীয় অমৃতপাল সিং দুবাইতে ট্রাকচালক হিসেবে কাজ করতেন। সেখান থেকেই পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) এজেন্ট হিসেবে তাকে নিয়োগ করা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে থাকার সময়ই তিনি আইএসআইয়ের সংস্পর্শে এসেছিলেন।
Posted ৬:৩৯ এএম | রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।