| শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রোঁর বিতর্কিত পেনশন সংস্কার বিল দেশজুড়ে বিক্ষোভ উস্কে দিয়েছে। তবে বিলটি সাংবিধানিক পরিষদের সবুজ সংকেত পেয়েছে। শুক্রবারেই বিলটি অনুমোদন করেছে সাংবিধানিক পরিষদ।
খুব শিগগিরই এতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করার পাশাপাশি তা কার্যকরও করা সম্ভব হবে। নতুন আইন এ বছর সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে বলে ঘোষণা করেছে ফ্রান্স সরকার।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ পেনশন পাওয়ার বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করতে চেয়েছিলেন। তার প্রস্তাব নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও কিন্তু সেখানে বামপন্থিরাসহ ম্যাক্রোঁ বিরোধিরা এর বিরুদ্ধে ভোট দিয়ে এ পরিকল্পনা আটকানোর সিদ্ধান্ত নেয়।
অবসর নেওয়ার নূন্যতম বয়স সরকার বাড়াতে চাওয়ার কারণেই মূলত ফ্রান্সে এই পেনশন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে মানুষ।
জনগণের অসন্তোষের মুখে পেনশনের সময়সীমা না বাড়ানোর ট্রেড ইউনিয়নগুলোর অনুরোধ উপেক্ষা করেই দেশটির শ্রমমন্ত্রী অলিভিয়া বলেছেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে আইনটি কার্যকর হবে।
ফ্রান্সের সরকারের দাবি, অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এ সংস্কার খুব প্রয়োজন। রাজকোষে যাতে আরও বেশি অর্থ আসে, সে ব্যবস্থা করতেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ পেনশন পাওয়ার বয়স দু’বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, অবসর নেওয়ার নূন্যতম বয়স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কারণেই সাধারণ জনগণ বিক্ষোভ করেছে। ফ্রান্সে আগে যেখানে ৪১ বছর কাজ করলেই অবসর নেওয়া যেত, কিন্তু নতুন সংস্কার কার্যকর হলে কমপক্ষে ৪৩ বছর কাজ করার পর পুরো পেনশন পাওয়া যাবে। না হলে কেটে নেওয়া হবে তহবিলের কিছু অংশ।
Posted ৭:২৭ এএম | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।