| বুধবার, ১২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
পটুয়াখালীর দুমকীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত পৌনে বারোটার সময় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ চরবয়েড়া গ্রামে সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।এতে ইউনুস, মোসলেম, কালাম ও মনির সরকারের ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে না পৌঁছাতে পুড়ে যায় ঘরগুলো। এ অগ্নিকাণ্ডের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়ছে বলে পরিবারগুলো দাবি করেন।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহম্মেদ জানান, রাত বারোটা পঞ্চান্ন মিনিটে ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের সূত্রপাত কিভাবে হতে পারে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তাৎক্ষনিক বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলা যেতে পারে।
প্রত্যক্ষদর্শী মো. জবাবের আল মেহেদী ও সজিবুর রহমান মৃধা বলেন, আমরা দোকানে বসা ছিলাম। হঠাৎ মোসলেম সরকারের ঘরে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার করলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত কালাম সরকার বলেন, পড়নের কাপড় ছাড়া সব পুড়ে ছাই হয়ে গেছ। এ অগ্নিকাণ্ডে তার ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়ছে বলে দাবি করেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার ও শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো আমিনুল ইসলাম সালাম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Posted ৬:২১ এএম | বুধবার, ১২ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।