| মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
সিকিমের নাথু লা-য় ভয়াবহ তুষারধসে এখন পর্যন্ত ৭ পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু পর্যটক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধার তৎপরতা।
এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বেলা ১২টা ২০ মিনিটে জওহরলাল নেহরু রোডের ১৫ মাইলে তুষারধস হয়। যে রাস্তা গ্যাংটকের সঙ্গে নাথুলাকে যুক্ত করেছে। স্থানীয় হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে।তাঁদের মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা আছেন। এক শিশুরও মৃত্যু হয়েছে। তবে এখনও তাঁদের পরিচয় জানা যায়নি।
সিকিম পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ, ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ সিকিম, পর্যটন দফতর। উদ্ধারে নেমেছে ভারতীয় সেনা সদস্যও।
এরইমধ্যে বরফের তলায় আটকে পড়া ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের গ্যাংটকের এসটিএনএম হাসপাতাল এবং সেন্ট্রাল রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারত-চীন সীমান্তে অবস্থিত নাথু লা পাস পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা। নৈসর্গিক দৃশ্যের জন্য প্রচুর মানুষ সেখানে আসেন। কিন্তু অতিরিক্ত তুষারের কারণে অনেকেই নাথু লা পাসে যেতে পারেন না।
সিকিম পুলিশের ইন্সপেক্টর জেনারেল (চেকপোস্ট) সোনম তেনজিং ভুটিয়া বলেছেন, ‘১৩ মাইল পর্যন্ত যাওয়ার জন্য অনুমতিপত্র দেওয়া হয়েছিল। কিন্তু অনুমতি ছাড়াই ১৫ মাইলে চলে যাচ্ছিলেন পর্যটকরা। আর সেই ১৫ মাইলেই দুর্ঘটনা ঘটেছে।’
Posted ১১:৪৩ এএম | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।