| সোমবার, ২৭ মার্চ ২০২৩ | প্রিন্ট | 22 বার পঠিত
লোকসভার সদস্য পদ খারিজ হওয়ার পর এবার ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এক মাসের মধ্যে সরকারি বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার এনডিটিভি জানায়, এমপি হিসেবে প্রাপ্ত তুঘলক লেনের বাংলো ছাড়ার জন্য রাহুল গান্ধীতে আজ একটি নোটিশ দিয়েছে লোকসভা হাউজিং প্যানেল।
তবে কংগ্রেস থেকে জানানো হয়েছে যে, রাহুল গান্ধী গুজরাটের আদালতে আপিল করবেন, তাই নোটিশটি গ্রহণ করা হয়নি।
২০১৯ সালে কর্ণাটকে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী ‘মোদি’ পদবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দুর্নীতিগ্রস্ত পলাতক ললিত মোদি, নীরব মোদির নাম ধরে জানতে চেয়েছিলেন, চোরদের পদবি কেন মোদি হয়? এই মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি মানহানির অভিযোগে মামলা করেন। ২৩ মার্চ সেই মামলায় রায়ে রাহুলের ২ বছরের কারাদণ্ড হয়। রায় পড়ে শোনান সুরাটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, পরদিন ২৪ মার্চ লোকসভা সচিবালয় তার সদস্যপদ খারিজ করে দেয়।
Posted ২:০৪ পিএম | সোমবার, ২৭ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।