বুধবার ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এবার: সৌদির মন্ত্রী

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   21 বার পঠিত

৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এবার: সৌদির মন্ত্রী

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়া বলেছেন, চলতি মৌসুমের হজ আয়োজন নিয়ে হাজিদের সন্তুষ্টি ছিল সবচেয়ে বেশি। হাজিদের সন্তোষের মাত্রা ৯১ শতাংশ। গত ৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এবার।

জেদ্দায় ‘পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী’তে দেওয়া ভাষণে আল-রাবিয়া এসব তথ্য জানান। সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এর ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’ এর আওতায় সম্মেলনটির আয়োজন করা হয়েছে। সোমবার সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, সম্মেলনে ১৫০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন।

তৌফিক আল-রাবিয়া বলেন, ২০২২ সালে হাজিদের সন্তুষ্টির মাত্রা ছিল ৭৪ শতাংশ। সেখান থেকে চলতি মৌসুমে ৯১ শতাংশে পৌঁছেছে। এরই মধ্যে আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু হয়েছে। প্রায় ৬০ শতাংশ হাজি এরই মধ্যে তাদের প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছেন। পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ৭০ শতাংশের বেশি আবাসিক ও হোটেল ভবন প্রস্তুত করা হয়েছে।

সৌদি আরবের এই মন্ত্রী আরও জানান, হজ ও ওমরাহ পালনকারীদের সুবিধায় চালু করা নুসুক অ্যাপের ব্যবহারকারী এরই মধ্যে ৪ কোটি ছাড়িয়েছে। অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।

কিং সালমানের পক্ষে সম্মেলন উদ্বোধন করেন মক্কার উপ-আমির যুবরাজ সৌদ বিন মিশআল। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, সৌদি আরব হাজি ও দর্শনার্থীদের যথাযথ সেবা দেওয়াকে অগ্রাধিকার দেয়। সেবার মান উন্নয়নেও তাঁর দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

চলতি মৌসুমের সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিয়ে যুবরাজ সৌদ বলেন, এটি সরকারি সংস্থার প্রচেষ্টা ও সহযোগিতার ফলাফল। এবারের হজ সম্মেলনের ফলাফলও সমন্বয়কে আরো শক্তিশালী করবে।

Facebook Comments Box

Posted ১:৩৯ পিএম | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।