| শনিবার, ১৭ জুন ২০২৩ | প্রিন্ট | 34 বার পঠিত
দক্ষিণের বিগ বাজেটের সিনেমা ‘প্রজেক্ট কে’। এ প্রজেক্টের হাত ধরে প্রথমবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নাম লেখাতে যাচ্ছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তার সঙ্গে দেখা যাবে অভিনেতা প্রভাসকে। এবার এ প্রজেক্টের নতুন নাম কমল হাসান।
নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ ছবিতে কমল হাসানের অভিনয় নিয়ে কিছু দিন ধরে চলছিল গুঞ্জন। এবার সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে সিনেমায় অমিতাভ, প্রভাসের সঙ্গে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম। তাই ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তির ঘোষণা দেওয়া এ সিনেমা বছরের সেরা ব্যবসাসফল একটি প্রজেক্ট হতে যাচ্ছে।
‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং ঘোষণা অনুযায়ী এ বছরের মার্চ মাসে শুরু হয়। এরপর শুটিং স্পটে ৬ মার্চ হায়দরাবাদে শুটিং সেটে আহত হন অমিতাভ। ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরে চোট লাগে তার। এরপর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান, চোট লেগে বিগ-বির বুকের কার্টিলেজ ছিঁড়ে গেছে। এরপর ডান পাঁজরের পেশিও ক্ষতিগ্রস্ত হয়। হায়দরাবাদে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত মুম্বাইয়ে ফিরে আসেন বর্ষীয়ান এ তারকা। সামাজিকমাধ্যমে সে খবর দেন তিনি নিজেই। ওই চোটের পর থেকে বিশ্রামেই রয়েছেন অমিতাভ। আস্তে আস্তে সুস্থ হচ্ছেন তিনি। এরপর তার অংশের শুটিং আবার শুরু হবে।
বিগ বাজেটের ‘প্রজেক্ট কে’ সিনেমাটি নির্মাণ করতে ৫০০ কোটি রুপি ব্যয় করা হবে। সায়েন্স ফিকশন ও অ্যাকশন ধাঁচের এ সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, কমল হাসান ও প্রভাস। এ ছাড়া দীপিকা পাড়ুকোন ও দিশা পাটানিকেও অভিনয় করতে দেখা যাবে। ঘোষণা অনুযায়ী সিনেমাটি ২০২৪ সালের ১২ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।
Posted ৬:৪০ এএম | শনিবার, ১৭ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।