| বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ | প্রিন্ট | 33 বার পঠিত
এর আগে তাদের দেখা গিয়েছিল ‘হাম’, ‘আন্ধা কানুন’ এবং ‘গ্রেপ্তার’ ছবিতে। বর্তমানে ব্যস্ততা শীর্ষে এই দুই তারকা। কাজ শেষ করেই নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন তারা। বয়স হয়েছে, তবু ক্লান্তি নেই অমিতাভ কিংবা রজনীর। সূত্র: আনন্দবাজার
‘জেলার’ ছবির কাজ শেষ করেছেন রজনীকান্ত। এখন নিয়োজিত আছে ‘লাল সালাম’ ছবির কাজে। এরপর দক্ষিণের তারকা কাজ শুরু করবেন অমিতাভের সঙ্গে। ছবিটি পরিচালনা করবেন ‘জয় ভীম’এর পরিচালক টিজে জ্ঞানাভেল। বিভিন্ন ভাষায় ছবিটি ডাব করা হবে। এটি হতে চলেছে রজনীকান্তের ১৭০তম ছবি, তাই তার প্রতি সম্মান জানিয়েই ছবির এমন নাম।
শোনা যাচ্ছে, অমিতাভের চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ‘থালাভিয়ার ১৭০’। ছবিটির কাজ কবে থেকে শুরু হবে, সে কথা এখনো জানাননি নির্মাতারা। কিন্তু এ বছরের শেষ দিকেই শুটিং আরম্ভ হবে এমটাই জানা যায়। সূত্র: কোলকাতা টিভি অনলাইন
‘পিকু’ এর পর অমিতাভকে শীঘ্রই আবার দেখা যাবে দীপিকা পাড়ুকোনের সঙ্গে, ‘প্রোজেক্ট কে’ নামের তেলুগু ছবিতে। এ ছাড়াও অমিতাভ কাজ করছেন ঋভু দাশগুপ্তের পরবর্তী ছবি ‘সেকশন ৮৪’। তার পরই যোগ দেবেন ‘থালাভিয়ার ১৭০’এর সেটে।
Posted ৪:১৯ এএম | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।