সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

হবিগঞ্জে প্রাইভেটকার ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

  |   বুধবার, ১০ মে ২০২৩   |   প্রিন্ট   |   19 বার পঠিত

হবিগঞ্জে প্রাইভেটকার ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের নবীগঞ্জে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় নারী-শিশুসহ আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (১০ মে) বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- হবিগঞ্জের বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের আব্দাল মিয়া, চুনারুঘাট উপজেলার বাদশাগাঁও গ্রামের সোহেল মিয়া ও নবীগঞ্জ উপজেলার মুরাউড়া গ্রামের মানিক মিয়া। তবে তারা কোন গাড়িতে ছিলেন, তা এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান- ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার ফুলতলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এসময় নারী, শিশু ও বৃদ্ধসহ পাঁচজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও একজন মারা যান।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:১৫ পিএম | বুধবার, ১০ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।