| বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
কয়েকদিন আগে ভারতের মুম্বাই বিমানবন্দরে শাহরুখকে দেখে সেলফি তুলতে যান এক ভক্ত। আর ভক্তের ছবি তোলার আবদারে চটে গেলেন কিং খান। সেলফি তুলতে চাওয়া ভক্তকে ধাক্কা মেরে গাড়িতে উঠে গেলেন তিনি। আর সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সমালোচিত হচ্ছেন এই নায়ক।
জানা যায়, নিজের পরবর্তী ছবি ‘ডানকি’র শুটিং শেষে কাশ্মীর থেকে ফিরছিলেন শাহরুখ। এ সময় মুম্বাই বিমানবন্দরে তাকে দেখে ঘিরে ধরেন বেশ কয়েকজন ভক্ত অনুরাগী। তাদের মধ্যে একজন এগিয়ে এসে সেলফি তুলতে চান শাহরুখের সঙ্গে। সেলফি তোলার জন্য নিজের মোবাইলটি বাদশার দিকে বাড়িয়ে দেয়ার পরই মেজাজ হারান কিং খান। ভক্তের মোবাইলটি সরিয়ে দিয়ে তাকে ধাক্কা মেরে চলে আসেন তিনি। বলিউড বাদশাহর এ পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন আরেক ভক্ত।
বিষয়টি নিয়ে সোশ্যালে নানা চর্চা হচ্ছে। নেটিজেনদের মতে, শাহরুখ ছবি তুলতে না চাইলে সরিয়ে দিতে পারতেন। তার বডিগার্ডরাও সরে যেতে বলতে পারতেন। কিন্তু শাহরুখ ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন।
শাহরুখের এই আচরণ মেনে নিতে পারছেন না অনেকেই। বেশিরভাগের কথা হল, পাঠান হিট হওয়ায় ‘মাথায় উঠেছেন’ তিনি। যে তারকাকে এত ভালোবাসা দেয়া হয়েছে, ভক্তরা স্টার বানিয়েছে, আজ সেই তারকার এমন ব্যবহার! আর এই ভিডিওটি এখন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে সোশ্যালে। সঙ্গে ভক্তদের অভিমানী মন্তব্য তো রয়েছেই।
আগামী মাসে মুক্তির অপেক্ষায় আছে শাহরুখের ‘জওয়ান’ সিনেমা। এরপর আসবে ‘ডাংকি’।
এছাড়া আগামীতে সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ সিনেমায় ক্যামিও চরিত্রে এবং ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় শাহরুখ ও সালমান দুই প্রধান চরিত্রে অভিনয় করবেন।
Posted ৫:২৩ এএম | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।