| রবিবার, ০৭ মে ২০২৩ | প্রিন্ট | 20 বার পঠিত
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এবার জাপান রুটে ফ্লাইট পরিচালনা করবে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই ফ্লাইট চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
রোববার (৭ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এ তথ্য জানিয়েছে। তবে উদ্বোধনী ফ্লাইটে বাণিজ্যিক যাত্রী ছাড়া ভিআইপি বা বিমানের ঊর্ধ্বতন কেউ যাবেন কি না, এ নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিমান সংশ্লিষ্টরা বলছেন, সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের ৫ অথবা ৬ তারিখ হওয়ার সম্ভাবনা বেশি। ঢাকা থেকে নারিতা রুটের দূরত্ব প্রায় সাড়ে ৮ ঘণ্টার। সপ্তাহে ৩ দিন শনি, মঙ্গল ও বৃহস্পতিবার চলবে ফ্লাইট। বহুল প্রতীক্ষিত এ রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে বিমান।
এদিকে, সম্প্রতি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে বিমান। বিষয়টি নিয়ে সব প্রস্তুতি সম্পন্নও হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে চালু হবে। তবে ওই মাসের প্রথম সপ্তাহে ফ্লাইট চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
জানা গেছে, জাপানে বর্তমানে অনেক বাংলাদেশি আছেন, যাদের অধিকাংশই ছাত্র, ব্যবসায়ী ও দেশটির নাগরিক। তারা প্রতি মাসে কমবেশি দেশে আসেন। কিন্তু তারা সরাসরি আসতে পারেন না। এজন্য তাদেরকে ট্রান্সজিট নিয়ে মালয়েশিয়া, চীন ও থাইল্যান্ডের এয়ারলাইন্সে আসতে হয়। এতে নানা সময় বিপাকে পড়েন তারা। বিষয়টি সম্প্রতি প্রধানমন্ত্রী জাপান সফরে গেলে আরও প্রাধান্য পায়।
খোঁজ নিয়ে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এই রুটে বিমানের ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়েছিল ২০২২ সালেই। কিন্তু সেই হালে গতি আসছে চলতি বছরে।
এদিকে বিমানের সূত্রগুলো বলছে, দেশটিতে ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে ইতোমধ্যে বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং ও জিএসএ নিয়োগসহ সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিমান। নারিতা বিমানবন্দরে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে জাপান এয়ারলাইন্স। ওয়েস্টার্ন অ্যাসোসিয়েটস নামে জাপানের একটি কোম্পানি জিএসএ হিসেবে দায়িত্ব পালন করবে।
Posted ৯:৩৯ এএম | রবিবার, ০৭ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।