| শুক্রবার, ১২ মে ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
সুদান থেকে দেশে ফিরেছেন আরও ২৩৯ জন বাংলাদেশি। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল পৌনে ৯টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এ নিয়ে পাঁচ ধাপে ৫৫৫ জন সুদান থেকে বাংলাদেশে ফেরত এলেন। এর মধ্যে বৃহস্পতিবার তিন ধাপে ১৮০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।
ওই দিন সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫১ জন, সন্ধ্যায় কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৫৪ জন ও রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৭৫ জন সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরেছেন।
Posted ২:১৮ পিএম | শুক্রবার, ১২ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।