| মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 16 বার পঠিত
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সিলেট নগরীর কুমারপাড়াস্থ তার দুইতলা বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। এসি থেকে আগুনে সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ধোঁয়া দেখতে পেয়ে বাসার আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে একটি কক্ষের বেশকিছু মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।’
অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে তিনি তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি। তদন্তের পর এ বিষয়ে জানানো হবে বলে জানান বেলাল হোসেন।
Posted ১০:২৭ পিএম | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।