| সোমবার, ০১ মে ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
সোমবার (১ মে) বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা জোড়া ব্রিজ এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ ২ জন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দু’জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।
পরে পুলিশ মরদের উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে আসে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে চেষ্টা চলছে বলে জানান তিনি।
Posted ১:৪০ পিএম | সোমবার, ০১ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।