নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 106 বার পঠিত
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি।
এদিকে, বেশ কিছুদিন ধরেই গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমণির প্রেমের গুঞ্জনে উত্তাল নেটদুনিয়া। তাদের দুজনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে সময় কাটাতেও দেখা যাচ্ছে। শুধু তাই নয়, পরীমণি সম্প্রতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলা থেকে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। যেখানে এই নায়িকার জামিনদার ছিলেন সাদী। এরপর যেন তাদের প্রেম নিয়ে নেটিজেনদের চর্চা তুঙ্গে।
দুজনের ফেসবুক পোস্ট ও একে অন্যের পোস্টে গিয়ে মন্তব্য করা তাদের দুজনের রসায়নকে আরও বেশি করে উসকে দেয়। যদিও দুজনেই তাদের সম্পর্কের ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন যে তারা শুধুই ভালো বন্ধু। তবু গুঞ্জন যেন থেমে নেই!
সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে ফের সাদীর প্রসঙ্গে কথা বলেন পরীমণি। এবার স্পষ্ট করেই পরীমণি জানান দিলেন, সাদী তার জীবনে জাদুর মতো।
পরীমণি বলেন, সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তাই আমার কাছে।
সাদী প্রসঙ্গে পরীমণি আরও বলেন, একটা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে আমার জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।
অন্যদিকে পরীমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে শেখ সাদী বলেন, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমণির সঙ্গে আগেই পরিচয় ছিল। পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয়। মাঝেমধ্যে দেখা ও কথাবার্তাও হয়; এটা নিয়ে বেশিকিছু বলার তো কিছু দেখি না।
Posted ৩:৩১ পিএম | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।