বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সবচেয়ে ব্যবসাসফল ১০ সিনেমা কোনগুলো

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   151 বার পঠিত

সবচেয়ে ব্যবসাসফল ১০ সিনেমা কোনগুলো

প্রতিবছর সারা দুনিয়ায় নানা ধরনের সিনেমা হয়। তবে সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকা ঘাঁটতে বসলে সেরা দশে ফ্যান্টাসি আর সুপারহিরো সিনেমার প্রাধান্য। এর মধ্যে একজন নির্মাতাকে চাইলে আপনি জাদুকরও বলতে পারেন। কারণ, সবচেয়ে বেশি ব্যবসাসফল ১০ সিনেমার তালিকার তাঁর পরিচালিত সিনেমাই তিনটি! দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি ব্যবসা করা ১০ সিনেমা কোনগুলো।

‘দ্য লায়ন কিং’
২০১৯ সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন সিনেমাটি আছে তালিকার দশে। জন ফ্যাভেরু পরিচালিত এ সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমার রিমেক। ২০১৬ সালে ডিজনির আরেকটি রিমেক ‘দ্য জঙ্গল বুক’ বিপুল ব্যবসা করে, সে সাফল্যের হাত ধরেই তৈরি হয় এ সিনেমা। তবে মুক্তির আগে কম মানুষই অনুমান করেছিলেন সিনেমাটি এতটা ব্যবসা করবে। ২৫০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিসে ১ দশমিক ৬৫৭ বিলিয়ন ডলার আয় করে! গ্র্যাফিকস, আবহ সংগীত, গল্পে আবেগের ছোঁয়া মিলিয়ে সিনেমাটি চলচ্চিত্রপ্রেমীদের মনে জায়গা করে নেয়।

‘জুরাসিক ওয়ার্ল্ড’
তুমুল জনপ্রিয় ‘জুরাসিক পার্ক’ সিরিজের চতুর্থ ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। কলিন ট্রেভরোর এই সিনেমা ১৯৯৩ সালে মুক্তি পাওয়া স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ ছবির সরাসরি সিকুয়েল। ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’ ছবি মুক্তির পর হইচই পড়ে যায় চারদিকে।

সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার ঘরানার ছবিটিতে বিশাল আকৃতির সব ডাইনোসরের ধুন্ধুমার কীর্তিকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান দর্শক। ছবিটির ব্যাপক সাফল্যের রেশ ধরে এর দুটি সিকুয়েল ‘দ্য লস্ট ওয়ার্ল্ড: জুরাসিক পার্ক’ এবং ‘জুরাসিক পার্ক ৩’ মুক্তি পায় যথাক্রমে ১৯৯৭ ও ২০০১ সালে। সিরিজের প্রথম দুটি ছবির পরিচালক হিসেবে স্টিভেন স্পিলবার্গ দায়িত্ব পালন করলেও তৃতীয় ছবিটি পরিচালনা করেন জো জনস্টোন। আর সিরিজের চতুর্থ ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন নির্মাতা ও চিত্রনাট্যকার কলিন ট্রেভরো। ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ডালাস হাওয়ার্ড, জেক জনসন, ইরফান খান প্রমুখ। ছবিটি বক্স অফিসে ১ দশমিক ৬৭১ বিলিয়ন ডলার আয় করে। সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় এটি রয়েছে ৯ নম্বরে।

‘ইনসাইড আউট ২’
তালিকার আটে রয়েছে গত বছর বক্স অফিসে ঝড় তোলা অ্যানিমেশন সিনেমা ‘ইনসাইড আউট ২’। বক্স অফিস থেকে সিনেমাটির আয় ১ দশমিক ৬৯৯ বিলিয়ন ডলার। এটি ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘ইনসাইড আউট’–এর সিকুয়েল। তবে আয়ের দিক থেকে এটি মূল সিনেমাকেও ছাড়িয়ে গেছে। কেলসি মানের সিনেমাটি মুক্তি পায় গত বছরের ১৪ জুন। মুক্তির পর থেকেই শুরু হয় বক্স অফিসে তোলপাড়, ভাঙতে থাকে একের পর এক রেকর্ড। দ্রুতই সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমায় পরিণত হয়। সেরা সিনেমা হিসেবে মনোনয়ন পেয়েছে এবারের অস্কারেও।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’
১ দশমিক ৮৮৬ বিলিয়ন ডলার আয় নিয়ে এই তারকার সাতে রয়েছে জন ওয়াটস পরিচালিত সিনেমাটি। ২০২১ সালে মুক্তি পাওয়া মার্ভেল কমিকসের এ ছবিতে অভিনয় করেছেন টম হল্যান্ড ও জেনডায়া। ছবিতে ‘স্পাইডার–ম্যান’ চরিত্রে দেখা যায় টম হল্যান্ডকে। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ২৭তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ (২০১৭) ও ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’-এর সিকুয়েল (২০১৯)। নিজের পরিচয় ফাঁস হওয়ার পর ডক্টর স্ট্রেঞ্জকে সাহায্য করতে বলে পিটার পার্কার ওরফে স্পাইডার–ম্যান। কিন্তু তাঁর পরিকল্পনামতো আগায় না। এমন গল্প নিয়ে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা পায়।

‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’
মার্ভেলের সুপারহিরো সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পায়। অ্যান্থনি ও জো রুসো পরিচালিত এ সিনেমায় কে নেই। রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওর্থ, মার্ক রাফালো, ক্রিস ইভানস, স্কার্লেট জোহানসন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, টম হল্যান্ডসহ মার্ভেলের সব সুপারহিরোরা জড়ো হয়েছেন। এটি ‘দ্য অ্যাভেঞ্জার্স’ ও ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রেন’–এর সিকুয়েল। বক্স অফিসে ১ দশমিক ৪০৫ বিলিয়ন ডলার আয় করে সিনেমাটি। এ ছবি আছে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকার ছয়ে।

‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’
২ দশমিক ০৭ বিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার পাঁচে আছে ‘স্টার ওয়ারস’ ফ্রাঞ্চাইজির এ সিনেমা। ২০১৫ সালে নির্মিত সায়েন্স ফিকশন চলচ্চিত্রটি ‘স্টার ওয়ারস’ ফ্রাঞ্চাইজির সপ্তম চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন অ্যাব্রামস।

চলচ্চিত্রটিতে অভিনয় করেন হ্যারিসন ফোর্ড, মার্ক হামিল, ক্যারি ফিশার, অ্যাডাম ড্রাইভার, ডেইজি রিডলি, জন বোয়েগা, অস্কার আইজ্যাক ও ডমনাল গ্লিসন। এটি ‘রিটার্ন অব দ্য জেডাই’–এর ৩০ বছর পরের প্রেক্ষাপট নিয়ে আবর্তিত।

‘টাইটানিক’
সেই কবে মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের সিনেমাটি তবু অনেক সিনেমাপ্রেমীই এখনো বুঁদ রোজ আর জ্যাকের প্রেমে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট। ১৯১২ সালে টাইটানিকের পরিণতির পটভূমিতে নির্মিত সিনেমাটিতে রোজ ও জ্যাকের বিয়োগান্ত প্রেম তুলে ধরা হয়েছে। অস্কারে ১৪টি মনোনয়ন পায় সিনেমাটি, জেতে ১১টি। মুক্তির পরেই এটি সর্বকালের সবচেয়ে আয় করা সিনেমায় পরিণত হয় এটি। এখন পর্যন্ত বক্স অফিস থেকে ‘টাইটানিক’ সিনেমার আয় ২১০ দশমিক ৯৫ বিলিয়ন মার্কিন ডলার।

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’
‘অ্যাভাটার’-এর গল্পটা সেই নব্বইয়ের দশকেই লিখেছিলেন জেমস ক্যামেরন। প্রযুক্তিগত কারণে তখন করা সম্ভব হয়নি। ২০০৯ সালে যখন হলো, তৈরি হলো নতুন ইতিহাস, বদলে গেল বিশ্ব চলচ্চিত্রের ভাষা। এই স্কেলে গল্প বলা, ক্যামেরা থেকে প্রযুক্তির ব্যবহার আর সঙ্গে অতি অবশ্যই আবেগ; যা পর্দায় তুলে ধরতে বরাবরই মুনশিয়ানার পরিচয় দিয়েছেন পরিচালক। এরপর এক যুগের বেশি সময় পার হয়েছে, এখনো সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমা অ্যাভাটার। এতেই অনেকটা আঁচ করা যায় ছবিটির জনপ্রিয়তা। ১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে ২০২২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অ্যাভাটার’-এর সিকুয়েল অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এ ছবিতে অভিনয় করেছেন স্যাম ওয়ার্দিংটন, জোয়ি সালদানা, সিগুর্নি ওয়েভার, স্টিফেন লাংরা, ক্লিফ কার্টিস, কেট উইন্সলেট প্রমুখ। বক্স অফিস থেকে ২ দশমিক ৩২০ ডলার আয় নিয়ে সিনেমাটি রয়েছে তালিকার তিনে।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’
২০১৯ সালে মুক্তি পাওয়া এই সুপারহিরো সিনেমাটি নিয়ে মুক্তির আগে থেকেই ভক্তদের মধ্যে তোলপাড় শুরু হয়, মুক্তির পর ভাঙতে থাকে একের পর এক রেকর্ড। বক্স অফিস থেকে ২ দশমিক ৭৯৬ বিলিয়ন ডলার আয় করে সিনেমাটি। রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভানস, মার্ক রাফেলো, ক্রিস হেমসওর্থ, স্কার্লেট জোহানসন, জেরেমি রেনার, ডন চেডেল, পল রুড, কারেন গিলান, ব্রি লারসন অভিনীত তারকাবহুল এই সিনেমা নির্মাণ করেন অ্যান্থনি ও জো রুসো।

‘অ্যাভাটার’
তালিকার শীর্ষে আছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। কল্পবিজ্ঞানভিত্তিক মহাকাব্যিক সিনেমাটি সারা বিশ্বের সর্বোচ্চ আয়ের সিনেমা। ‘টাইটানিক’ সিনেমা তৈরি করার সময় ১৯৯৪ সালে ক্যামেরনের মাথায় ‘অ্যাভাটার’ সিনেমার ধারণা আসে। তখন তিনি সিনেমাটির জন্য ৮০ পৃষ্ঠার একটি রূপরেখা তৈরি করেন। ‘টাইটানিক’ সিনেমাটি মুক্তির পর নতুন সিনেমার চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সিনেমার দৃশ্য ধারণ করার প্রয়োজনীয় প্রযুক্তি তখনো আবিষ্কৃত না হওয়ায় কাজ শুরু করতে দেরি হয়। ২০১০ সালে ৮২তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘অ্যাভাটার’ ৯টি বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। এর মধ্যে শ্রেষ্ঠ সিনেমা, শ্রেষ্ঠ পরিচালকসহ পাঁচটি বিভাগে পুরস্কার পায়। সিনেমাটিতে অভিনয় করেন স্যাম ওর্থিংটন, জো সালডানা, সিগর্নি ওয়েভার প্রমুখ। এখন পর্যন্ত সিনেমাটির আয় ২৭২ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

Facebook Comments Box

Posted ৭:৩১ এএম | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।