সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শরীয়তপুর-চাঁদপুর রুটে ২ দিন বন্ধ থাকবে যানবাহন-ফেরি চলাচল

  |   বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩   |   প্রিন্ট   |   25 বার পঠিত

শরীয়তপুর-চাঁদপুর রুটে ২ দিন বন্ধ থাকবে যানবাহন-ফেরি চলাচল

শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জের বালারবাজারে বেইলি সেতুর সংস্কার কাজের জন্য ২ জুন দিবাগত রাত ১২টা থেকে ৪ জুন সকাল ৬টা পর্যন্ত দু’দিন বন্ধ থাকবে যানবাহন ও ফেরি চলাচল।

এজন্য যানবাহন চালক ও যাত্রীদেরকে এ সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট।

ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক খান মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালারবাজার বেইলি সেতুর সংস্কারকাজের জন্য আগামীকাল শুক্রবার (২ জুন) রাত ১২টা থেকে রোববার (৪ জুন) সকাল ৬টা পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি এবং শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে ওই সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

বালারবাজারে পদ্মার শাখা নদীর ওপর জরাজীর্ণ বেইলি সেতু রয়েছে। ওই সেতুর পাশ দিয়ে প্রকল্পের আওতায় ‘বালারবাজার সেতু’ নির্মাণ করা হচ্ছে। বর্তমানে ওই জরাজীর্ণ বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। এ কারণে সেতুটির কয়েকটি স্থানে ত্রুটি দেখা দিয়েছে, যা সংস্কার করা প্রয়োজন।

এ অবস্থায় ওই সড়কের বেইলি সেতুটি মেরামতের জন্য শুক্রবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বালারবাজার অংশে সড়ক বন্ধ থাকবে। তাই বালারবাজার সেতু হয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের ব্যবস্থাপক গোলাম কিবরিয়া বলেন, বালারবাজার বেইলি সেতুতে যানবাহন চলাচল সচল রেখে সংস্কারকাজ করা সম্ভব নয়। তাই সেতুটি বন্ধ রেখে সংস্কার করা হবে। শরীয়তপুর-চাঁদপুর ফেরি দিয়ে চলাচলকারী যানবাহনের জন্য ওই সেতুর অংশ পার হওয়া ছাড়া বিকল্প পথ নেই। এ কারণে সেতুর দুই পাশে যানবাহনের জটলা তৈরি হতে পারে। তাই ওই সময়ে ফেরি চলাচল বন্ধ রাখলে সমস্যা কিছুটা লাঘব হবে। এ কারণে ফেরি বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১:৩৮ পিএম | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(174 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।