| সোমবার, ২২ মে ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
শরীয়তপুর থেকে ঢাকাসহ আটটি রুটে আজ সোমবার সকাল ছয়টা থেকে বাস চলাচল বন্ধ আছে। বেলা দুইটা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা উপলক্ষে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
সোমবার (২২ মে) সকালে অনেক যাত্রী শরীয়তপুর পৌর বাস টার্মিনাল এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। এত উপান্ত না পেয়ে যাত্রীরা মোটরসাইকেল, অটোরিকশা ও সিএনজিতে করে পদ্মা সেতু জাজিরা প্রান্তে যাচ্ছেন। তবে ভাড়া বেশি দিয়ে যেতে হচ্ছে বলে জানান তারা।
শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর জেলা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকার যাত্রাবাড়ী, কেরানীগঞ্জের কদমতলীতে বাস চলাচল করে। এ ছাড়া ফরিদপুর, মাদারীপুর ও যশোরের বেনাপোলে বাস চলাচল করে। জেলা শহর থেকে পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে বাস চলাচল করে। সব কটি রুটে বিভিন্ন কোম্পানির অন্তত ৪৫০টি বাস চলাচল করে।
শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিবন্ধিত শ্রমিক আছেন ১ হাজার ৫৩৮ জন। তাঁরা বিভিন্ন রুটে চলাচল করা বাসে কর্মরত। তাঁদের নিয়ে আজ সকাল ১০টার দিকে ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে পৌর বাস টার্মিনালে। এ কারণে বেলা দুইটা পর্যন্ত সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকদের সংগঠনটি। তবে সরকারি পরিষেবার বাস সার্ভিস বিআরটিসির বাস এর আওতাভুক্ত নয়। শরীয়তপুরে ১৫ থেকে ২০টি বিআরটিসির বাস ঢাকার পথে চলাচল করে।
Posted ৫:১৮ এএম | সোমবার, ২২ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।