| বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 18 বার পঠিত
চট্টগ্রামের পটিয়ায় আগুনে বসতঘরসহ গরু-ছাগল পুড়ে অঙ্গার হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থানা মহিরা এলাকার রফিক সওদাগরের বাড়ির ফারুক আহম্মদের বসতঘরের রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। এসময় আগুনের লেলিহান শিখা টিনশেডের বসতঘর থেকে ছড়িয়ে পাশের লাগোয়া গোয়ালঘরেও পৌঁছে যায়। এ অবস্থায় আগুনে বসতঘর পুড়ে ছাই হওয়ার পাশাপাশি গোয়ালঘরে থাকা দুটি গরু ও দুটি ছাগল পুড়ে অঙ্গার হয়ে যায়।
আগুনের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় প্রত্যক্ষদর্শী নাঈম উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ক্ষতিগ্রস্ত ঘরটি টিনশেডের ছিল। সব শেষ হয়ে গেছে। তারা খোলা আকাশের নিচে আছে। রান্নাঘরের চুলার আগুন তাদের সর্বনাশ করে ফেলেছে। এছাড়াও তাদের দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে। প্রায় ঘণ্টাখানেক পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। গরু ও ছাগলগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম কালের কণ্ঠকে বলেন, আগুনে বসতঘর ছাড়াও দুটি গরু ও দুটি ছাগল পুড়ে গেছে। আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় মাছ ব্যবসায়ী ফারুক আহম্মেদ তার বসতঘরের কিছুই রক্ষা করতে পারেনি। যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি পরিবারটির ছেলে রনির মোটরসাইকেল কেনার জন্য রাখা নগদ ৭০ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।
Posted ২:৫০ এএম | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।