| বুধবার, ৩১ মে ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
মেক্সিকোয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। সোমবার (২৯ মে) উত্তরাঞ্চলীয় মন্টেরে-নুয়েভো-লারেডো এলাকায় ঘটে গোলাগুলির এ ঘটনা। খবর রয়টার্সের।
এতে গুরুতর আহত হয় আরও চার পুলিশ সদস্য। প্রশাসন জানায়, বন্দুকধারীদের একটি দল মহাসড়কে পুলিশ বাহিনীর ওপর আকস্মিক হামলা চালায়। তিনটি ট্রাক আর বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে হামলা শুরু করে তারা। এ সময় পুলিশের পাল্টা গুলিতে ধরাশায়ী হয় সন্ত্রাসী দলটি। ঘটে ব্যাপক হতাহতের ঘটনা।
এ সময় ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক গ্রেনেড, বন্দুক ও গুলি উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। মেক্সিকোতে প্রায়ই এ ধরনের গ্যাং সহিংসতার ঘটনা ঘটে। গ্যাংগুলোর বেশিরভাগই মাদক চক্রের সাথে জড়িত।
Posted ৩:০৮ এএম | বুধবার, ৩১ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।