| বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
দামী বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনা বলিউডের নায়ক-নায়িকাদের জন্য নতুন কোন বিষয় নয়। এবার সেই তালিকাতে যুক্ত হলো আলিয়া ভাটের নাম।
প্রায় ৩৮ কোটি রুপিতে বিলাসবহুল বাড়ি কিনে খবরের শিরোনাম হলেন আলিয়া ভাট। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, মুম্বাইয়ের পালি হিল এলাকায় বাড়িটি কিনতে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ অভিনেত্রীর খরচ হয়েছে প্রায় ৩৭ কোটি ৮০ লাখ রুপি। ১২ হাজার বর্গফুটের ওই বাড়ির দাম মেটানো হয়েছে আলিয়ার প্রযোজনা সংস্থা ‘ইন্টারন্যাশনাল সানশাইন প্রোডাকশন’ এর তরফ থেকে।
তবে শুধু নিজের জন্য নয় ছোট বোন শাহিন ভাটকেও গত ১০ এপ্রিল আলিয়া উপহার দিয়েছেন দুটো অ্যাপার্টমেন্ট। মুম্বাইয়ের জুহুর ওই দুই ফ্ল্যাট আলিয়া কিনেছেন ৭ কোটি ৬৮ লাখ রুপিতে।
বাড়ি ও অ্যাপার্টমেন্ট মিলিয়ে স্ট্যাম্প ডিউটি দিতে আলিয়ার খরচ হয়েছে প্রায় ৩১ লাখ রুপি। যদিও এই বিষয়ে আলিয়া কিংবা শাহীন কেউই কিছু জানাননি।
বর্তমানে আলিয়া ও তার স্বামী রণবীর কাপুর রয়েছেন তাদের বান্দ্রার পালি হিলের বাড়ি ‘বাস্তুতে’, যে বাড়ির বারান্দায় এ দম্পতির বিয়ে হয়েছিল সাধারণ অনুষ্ঠানের মধ্য দিয়ে।
এই বাড়িটি ছাড়াও মুম্বাইয়ের কৃষ্ণরাজে আটতলা একটি বাড়ি তৈরি করছেন তারা। মাঝেমধ্যেই নির্মাণ কাজ কতদূর এগিয়েছে তা দেখতে সেখানে যান আলিয়া-রণবীর।
Posted ৬:৩৯ এএম | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।