| শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
ভারতের মহারাষ্ট্রে বাস খাদে পড়ার ঘটনায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
মহারাষ্ট্রের রাইগাদ জেলায় শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পুনে-রাইগাদ সীমান্ত এলাকায় ভোর ৪.৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি পুনের পিম্পলে গৌরভ থেকে গুরগাঁওয়ে যাচ্ছিল। বাসটিতে দুর্ঘটনার সময় ৪১ জন যাত্রী ছিলেন।
রাইগাদের পুলিশ সুপার সোমনাথ ঘার্গে জানিয়েছেন, বাসটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনায় টুইটারে শোক জানিয়েছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Posted ৭:১৫ এএম | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।