| শুক্রবার, ০৫ মে ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
ভারতের মধ্যপ্রদেশের মোরেনায় তিন নারীসহ এক পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করেছেন প্রতিবেশী আরেকটি পরিবারের লোকজন। জমিজমা নিয়ে বিরোধের জেরে আজ শুক্রবার এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশের একটি সূত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, এক টুকরো জমি নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েক দশক ধরে বিরোধ চলছিল। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী বেশ কয়েকজন নিরস্ত্র কয়েক ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে মারধর করার পর গুলি করছেন।
পুলিশ আরও জানিয়েছে, স্থানীয় পুলিশ খুনিদের শনাক্ত করেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
Posted ১:২৩ পিএম | শুক্রবার, ০৫ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।