| সোমবার, ০৮ মে ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
ভারতের রাজস্থান রাজ্যের পিলিবাঙ্গা এলাকার কাছে আজ সোমবার দেশটির বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন তিনজন। গ্রামটির একটি বাড়ির ওপর বিমানটি আছড়ে পড়লে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমানটি নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে সুরাটগড় বিমানঘাঁটি থেকে যাত্রা করেছিল। পরে হনুমানগড় জেলার পিলিবাঙ্গার কাছে প্রযুক্তিগত ত্রুটির কারণে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।
কর্মকর্তরা জানায়, যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে রয়েছেন। কারণ ঘটনার সঙ্গে সঙ্গে তিনি প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে লাফ দেন।
এদিকে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাজস্থানের বিকানের শহরে পুলিশের মহাপরিদর্শক ওম প্রকাশ বলেন, মানুষের প্রাণহানি ঠেকাতে সব ধরনের প্রচেষ্টা চালিয়েছেন পাইলট। বিমানটি যেন গ্রামের একেবারে শেষ প্রান্তে গিয়ে পড়ে তা নিশ্চিত করেছেন তিনি।
Posted ৮:১৪ এএম | সোমবার, ০৮ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।