নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ মার্চ ২০২৫ | প্রিন্ট | 144 বার পঠিত
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলতে এখন ভারতের শিলংয়ে রয়েছে জাতীয় ফুটবল দল। ২৫ মার্চ অনুষ্ঠিত হবে অ্যাওয়ে ম্যাচ।
শুক্রবার ছিল সেখানে হামজা চৌধুরীদের প্রথম অনুশীলন। অনুশীলন মাঠ নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। ভারতের শিলংয়ে উত্তর-পূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয়ের (নেরু) মাঠে বাংলাদেশ দল অনুশীলন করে।
মাঠ নিয়ে কোচ কাবরেরা বলেন, ‘অবশ্যই এটা আপ টু দ্য মার্ক নয়। এরপরও আমাদের মানিয়ে নিতে হয়েছে। আজকের (গতকাল) সেশনটা ছিল অনেকটা পরিবেশের সঙ্গে মনিয়ে নেওয়ার।’
তিনি যোগ করেন, ‘আমাদের ম্যানেজার এ নিয়ে কাজ করছে। ফেডারেশন ও ম্যানেজারের দায়িত্ব এটি। তারা এটি দেখছে।’
ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ দল সৌদি আরবে দুই সপ্তাহ অনুশীলন করেছে। সৌদি আরবের তায়েফের মাঠ বাংলাদেশের খেলোয়াড়-কোচদের দৃষ্টিতে বিশ্বমানের। কিন্তু ভারতে মাঠ সমস্যায় পড়তে হয়েছে।
জানা গেছে, নেরু স্টেডিয়ামের মাঠ টার্ফের। টার্ফে খেলা হলে খানিকটা সমস্যা দেখছেন দলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড রাকিব হোসেন, ‘টার্ফ হলে একটু সমস্যা হতে পারে। ম্যাচের আগে আমরা সেখানে (টার্ফে) প্র্যাকটিস করব।’
Posted ৪:৫৪ এএম | শনিবার, ২২ মার্চ ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।