বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   114 বার পঠিত

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ (২৬ জানুয়ারি)। প্রতি বছরের মতো বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত দেশগুলোতে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। সেই অনুযায়ী বেনাপোলেও পালিত হয়েছে কাস্টম দিবস। 

‘কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা নিরাপত্তা প্রগতি’ স্লোগানে বেনাপোল কাস্টমস হাউসের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি নিয়ে বেনাপোল কাস্টমস হাউসের অডিটোরিয়ামে সভার আয়োজন করা হয়।

যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সাল মো. মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আব্দুল মুজিদ। 

তিনি জানান, কাস্টমস সংক্রান্ত বিষয়ে সচেতনতা তৈরি ও অংশীজনদের মধ্যে সৌহার্দ স্থাপনের লক্ষ্যে ২০০৯ সাল থেকে সারাবিশ্বে একযোগে পালিত হয় দিবসটি। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজিবি-৪৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রাহমান, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামরুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:১৭ পিএম | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।