| শনিবার, ২২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাতটায়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। বেলা পৌনে ১১টা পর্যন্ত এই মসজিদে মোট পাঁচ দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
ঈদের জামায়াত শেষে বিশেষ খুতবা পাঠ করা হয়। এরপর দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বায়তুল মোকারমে ঈদের জামাত আদায়ে ভোর থেকেই ভিড় করতে থাকেন মুসল্লিরা। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি অতিক্রম করে দীর্ঘ সারিতে মসজিদ চত্বরে প্রবেশ করেন মুসল্লিরা।
ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জামাত সকাল সকাল ৮টায়, তৃতীয় জামাত ৯টায় ও চতুর্থ জামাত ১০টায় অনুষ্ঠিত হবে। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা বেলা পৌনে ১১টায়।
Posted ৩:৪৮ এএম | শনিবার, ২২ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।