ডেস্ক রিপোর্ট | বুধবার, ১২ জুন ২০২৪ | প্রিন্ট | 65 বার পঠিত
বরিশালের কাউনিয়া পানির ট্যাংক এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশু কন্যা ও বাবার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা।
বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর কাউনিয়া পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে বলা যাবে বলে জানিয়েছেন।
নিহতরা হলেন, নাঈম হাওলাদার (৪০) ও তার সাড়ে ৫ বছরের মেয়ে রাবেয়া বসরী রোজা। তারা বরিশাল নগরীর কাউনিয়া পানির ট্যাংকি এলাকার স্বপ্ন বিলাস বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া ছিলেন।
নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছেন, নাঈম হাওলাদারের স্ত্রী অনা আক্তারের সঙ্গে ডিভোর্স হয়। এর পর থেকে অনা তার মেয়ে রোজাকে নিজের কাছে নিতে স্বামীকে চাপ দেন। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ছিল। আর নাঈম মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন।
বুধবার সকালে বাসার একটি রুমে তাদের গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে বটি ছিল। ধারণা করা হচ্ছে বটি দিয়ে প্রথমে মেয়ে রোজাকে ও পরে নিজেই নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন নাঈম।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (এডমিন) হাসান মো. শওকত আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তারপরও বিষয়টি সম্পূর্ণ তদন্ত করে বলা যাবে।
Posted ৮:৪২ এএম | বুধবার, ১২ জুন ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।