| সোমবার, ২২ মে ২০২৩ | প্রিন্ট | 35 বার পঠিত
প্রথমবারের মত প্যারিস থেকে একশত কিলোমিটার দূরে ইভরোখ শহরে আয়োজন করা হয় বৈশাখী উৎসব। ইভরোখ শহরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এই উৎসবের আয়োজন করে।
গত শুক্রবার আয়োজিত এই উৎসবে ইভরোখ শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারী পুরুষ ও শিশুরা অংশ নেন।
আয়োজনের মধ্যে ছিল খেলাধুলাসহ নানা ধরনের খাবার। আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য প্রবাসীরা দিনটিকে পালন করেন। দেশীয় পোশাকে সজ্জিত হয়ে এই প্রাণের মেলায় তারা অংশ নেন।
বিভিন্ন ধরনের পিঠা-পুলি, পান্তা-ইলিশসহ সব দেশীয় খাবার আপ্যায়ন করা হয়। আয়োজকদের মধ্য থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান শাহনাজ হোসেন, মাহী আক্তার রুনা ও মুনিতা।
আয়োজকরা বলেন, পহেলা বৈশাখ বাঙালির অস্তিত্ব। সব ভেদাভেদ দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন তারা। দেশের সঙ্গে ও দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে প্রবাসের পরবর্তী প্রজন্মের জন্য পহেলা বৈশাখের এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেন তারা।
Posted ৪:১৫ এএম | সোমবার, ২২ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।