| সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 53 বার পঠিত
গত বছর কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। তবে সন্তানকে মিডিয়া থেকে এতদিন দূরেই রেখেছিলেন এ দম্পতি। এর আগে কোনো ছবিও প্রকাশ করেননি তারা।
প্রথমবারের মতো একমাত্র কন্যাকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া। বড়দিন উপলক্ষে কুনাল কাপুরের বাড়িতে হাজির হয়েছিলেন এই দম্পতি। সেখানেই সাংবাদিকদের ক্যামেরায় রাহাকে নিয়ে পোজ দেন তার বাবা-মা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুই দিকে দুটি ঝুঁটি করেছে রাহা। বড়দিনের থিমের সঙ্গে মিল রেখে লাল-গোলাপি ফ্রক পরেছে সে, পায়ে লাল জুতা। বাবার কোলে থেকেই রাহা এক হাত ধরে রয়েছে মা আলিয়ার।
আলিয়া ভাটকে দেখা গেছে কালো ফ্লোরাল প্রিন্টের শর্ট ড্রেসে, মাথায় ছিল রেইনডিয়ার হেয়ারব্যান্ড। রাহার বাবা, অভিনেতা রণবীর কাপুর পরেছিলেন কালো শার্ট জিন্স ও জ্যাকেটে। আজ রণবীর-আলিয়াকে ছাপিয়ে তারকা হয়েছেন রাহার। কারণ সবার দৃষ্টি ছিল তার প্রতি।
২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একই বছরের নভেম্বরে জন্ম হয় রাহার।
Posted ১২:৩৮ পিএম | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।