| শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় দেশটির ধর্ম ও আন্তঃসম্প্রীতি বিষয়ক মন্ত্রী মুফতি আব্দুল শাকুর নিহত হয়েছেন। শনিবার রাজধানী ইসলামাবাদে এই ঘটনা ঘটে।
পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইফতারির কিছু সময় আগে মন্ত্রী আব্দুল শাকুর স্থানীয় একটি হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন।
এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, মন্ত্রীর গাড়িতে একটি হিলাক্স রেভো আঘাত করে। যে গাড়িটি মন্ত্রীর গাড়িতে আঘাত করে সেটাতে পাঁচজন ছিলেন। তাদের সবাইকে আটক করা হয়েছে।
খবর অনুসারে, দুর্ঘটনার পর মন্ত্রীকে উদ্ধার করে পলি ক্লিনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Posted ১০:১৬ পিএম | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।