| রবিবার, ২৮ মে ২০২৩ | প্রিন্ট | 29 বার পঠিত
পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় তুষারধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার গিলগিট-বালতিস্তানের শাউন্টার পাসের কাছে এই ঘটনা ঘটে। খবর: এএফপি।
এই তুষারধসের ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছানো এবং উদ্ধার তৎপরতা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
উদ্ধার কর্মকর্তা সুবাহ খান জানান, কাশ্মীর থেকে ফিরে আসা প্রায় ৩৫ জনের একটি যাযাবরের দল সেখানকার এক গিরিখাতের কাছে শিবির স্থাপন করেছিল। পরে শনিবার ভোরের দিকে তুষারধসের কারণে ওই দলের প্রায় ১০ জনের মৃত্যু হয়।
এই তুষারধসের ঘটনায় তাদের প্রায় ১৫টি গবাদি পশুও মারা গেছে বলেও জানান ওই উদ্ধার কর্মকর্তা।
গিলগিট-বালতিস্তানের কার্যালয়ের মুখ্য সচিবও এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ রিয়াজ জানান, দুর্গম এলাকা হওয়ায় এই উদ্ধার অভিযানে সেখানকার স্থানীয় বাসিন্দারা নেতৃত্ব দিচ্ছেন।
Posted ১২:২৯ পিএম | রবিবার, ২৮ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।