| বুধবার, ১৭ মে ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনির মালিকানা নিয়ে দ্বন্দ্বে দুই নৃগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। খবর আল জাজিরা।
কর্মকর্তারা বলছেন, সোমবার (১৬ মে) রাতের দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খনিটির অবস্থান আফগানিস্তান সীমান্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দারা আদম খেল
জানা গেছে, সোমবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলার দারা আদম ঘেলে সানি ঘেল ও আঘরওয়াল ঘেল উপজাতির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
একটি কয়লা খনির মালিকানা নিয়ে সংঘর্ষ শুরু হয়। খনির সীমানা নির্ধারণের সময় সানি ঘেল এবং আঘরওয়াল ঘেলের সশস্ত্র ব্যক্তিরা একে অপরের ওপর ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। দুই উপজাতি যুদ্ধ থামাতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে সৈন্যদের তলব করা হয়।
কয়লা খনি বিস্ফোরণে প্রতি বছর পাকিস্তানে বহু মানুষ মারা যায়। তবে দেশটিতে এ ধরনের সংঘর্ষ বিরল। কয়লা খনিগুলো পাকিস্তানের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে অবস্থিত।
Posted ৪:১৬ এএম | বুধবার, ১৭ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।