শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নারায়ণগঞ্জে ৪ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   7 বার পঠিত

নারায়ণগঞ্জে ৪ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চারটি মেটাল ফুড র্যাক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর মধ্যে দুটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত জালকুড়ি উত্তরপাড়া এলাকার চারটি স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনিতা দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অভিযানে শাহী মেটাল কারখানা ও রওজা স্টিল নামের দুটি কারখানাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া চারটি কারখানা থেকেই জব্দ করা হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বুস্টার মেশিনসহ বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার, বার্ণার, চুলা ও কারখানার উৎপাদিত বিভিন্ন মালামাল। পরে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে বিচ্ছিন্নকৃত অবৈধ সংযোগস্থলগুলো স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়।

আইনশৃঙ্খখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে তিতাসের জেলা কার্যালয়ের ব্যবস্থাপক মুস্তাক মাসুদ মো. ইমরান, ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক মুশিউর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে মুস্তাক মাসুদ মো. ইমরান জানান, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানের কারণে অনেক কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তবে উত্তরপাড়া এলাকাটি নিরিবিলি ও জনবসতি কম থাকায় প্রায় ছয় মাস আগে দালাল চক্র ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে অবৈধ সংযোগ নিয়ে চারটি মেটাল ফুড র্যাক কারখানা গড়ে ওঠে। এ পর্যন্ত চারটি কারখানা অন্তত ২০ লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করেছে। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে সবগুলো কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়াও মূল বিতরণ সংযোগস্থল থেকে অবৈধ সংযোগগুলো স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে। পাশাপাশি অবৈধ সংযোগে ব্যবহৃত সব সরঞ্জাম আমরা জব্দ এবং দুইটি কারখানাকে জরিমানা করা হয়েছে। অবৈধ সংযোগ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে।

 

Facebook Comments Box

Posted ৩:০৯ পিএম | রবিবার, ০৯ জুন ২০২৪

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।