নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | প্রিন্ট | 131 বার পঠিত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচপুর পুরান বাজারের রংপুর গলি এলাকায় হওয়া এ ঘটনায় অভিযুক্ত মনসুর আলীকে (৩৫) আটক করে গণপিটুনি দিয়েছেb স্থানীয়রা। পরে খবর দিলে তাকে ধরে নিয়ে যায় পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাঁচপুর পরান বাজার এলাকায় ইসছাক মুন্সির বাড়িতে ভাড়া বাসায় থাকতো ভুক্তভোগীর পরিবার। একই বাড়িতে বাড়া থাকতো মনসুর আলী। শিশুটির বাবা-মা দুজনেই পোশাক শ্রমিক হিসেবে কাজ করে। এর জেরে শিশুটিকে প্রতিদিন পাশের বাসার এক নারীর কাছে রেখে যেত বাবা-মা।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বাড়ির উঠানে শিশুটি খেলছিল। এ সময় খাবারের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে রুমে ডেকে নেয় মনসুর আলী। পরে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দেখে ফেলায় বাচ্চাটি রক্ষা পায়। পরবর্তীতে শিশুর বাবা-মা কাজ শেষে বাড়ি ফিরে এমন খবর জানতে পেরে এলাকাবাসীকে বিষয়টি জানান। একপর্যায়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সামরুল হোসেন বলেন, ‘অভিযুক্ত ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করেছে। শয়তান তাকে এ কাজে উদ্বুদ্ধ করেছে বলে সে সবাইকে জানিয়েছে। এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে বলে। পরে ভুক্তভোগীর পরিবার এ ঘটনা সম্পর্কে বাড়ির মালিকসহ স্থানীয়দের জানালে তারা তাকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। এ ব্যাপারে সোনারগাঁও থানায় ধর্ষণচেষ্টায় একটি মামলা প্রস্তুতি চলছে।’
Posted ৭:৫৪ এএম | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।