| বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 41 বার পঠিত
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে (মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা) আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ২১৫ জন ডেঙ্গুতে মারা গেলেন। আর চলতি জুলাই মাসে মৃত্যু হয়েছে ১৬৮ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫৩ জন, যা চলতি বছর এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির ঘটনা।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৭ জন। বাকি ১ হাজার ৩২৬ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১০ জন ও ঢাকার বাইরের ৪ জন।
চলতি বছর এখন পর্যন্ত ৪০ হাজার ৩৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৩ হাজার ৬৭৬ জন ও ঢাকার বাইরে ১৬ হাজার ৬৬৫ জন আক্রান্ত হয়েছেন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে মারা যান ১০৫ জন।
Posted ২:১৪ পিএম | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।