| সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
কক্সবাজারের টেকনাফে চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫৪টি ঘরবাড়ি, বেসরকারি সংস্থার তিনটি লার্নিং সেন্টার ও একটি মসজিদ পুড়ে গেছে। সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ আমরা ঘটনাস্থলে যাই। পরে আগুন নেভানো সম্ভব হয়েছে। কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
ক্যাম্পের এ ব্লকের মাঝি নাছির আহমদ জানান, আগুন লেগে ২৭টি রোহিঙ্গা শেল্টারের ৫৪টি ঝুপড়ি পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস, প্রশাসনসহ রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্যাম্পের বাসিন্দা জাফর হোসেন জানান, হঠাৎ করেই শিবিরে আগুন জ্বলে ওঠে। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নেভাতে নেভাতেই অর্ধশতাধিক ঘরবাড়ি পুড়ে যায়।
টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (এসি ল্যান্ড) মো. এরফানুল হক চৌধুরী বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।’
Posted ১১:৫৬ পিএম | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।