ডেস্ক রিপোর্ট | রবিবার, ০২ জুন ২০২৪ | প্রিন্ট | 51 বার পঠিত
দীপ্ত টিভিতে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রচার হচ্ছে ভিন্নধর্মী শো ‘বিটস এন বাইটস’। এর আগামী পর্বে অতিথি হয়ে আসছেন তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর সঙ্গে থাকছেন স্থপতি ও মডেল সোবিয়া আমিন। যেনি এর আগে ‘ভোগ ইন্ডিয়া’ ও ‘ভোগ ইতালি’সহ ‘হারপার’স বাজার ইন্ডিয়া’র প্রচ্ছদ মডেল হয়েছিলেন।
আট পর্বের আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছেন অস্ট্রেলিয়ান মাস্টারশেফ ফাইনালিস্ট কিশোয়ার চৌধুরী। বাঁধন বলেন, ‘আয়োজনটি অসাধারণ। কিশোয়ারের কিচেনে প্রবীণ ও নবীনদের মেলবন্ধন ঘটেছে। জীবনের নানা অজানা গল্প, নানান রকমের অভিজ্ঞতা শেয়ার করেছি অনুষ্ঠানে। সবার অনুষ্ঠানটি ভালো লাগবে– এ আশা করাই যায়।’
অনুষ্ঠানটির গবেষণা ও স্ক্রিপ্ট তৈরিতে রয়েছেন ফাহমিদুর রহমান। প্রযোজনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। তিনি বলেন, ‘নানা অঙ্গনের তারকারা জীবনের গল্প বলার পাশাপাশি এই আয়োজনে কেউ কেউ জীবনে প্রথমবারের মতো কিচেনের অভিজ্ঞতা নেবেন। কেউ আবার নিজেদের দক্ষতা দেখাবেন কিশোয়ারের মজার মজার সব রেসিপির সঙ্গে।’
Posted ৭:৪৮ এএম | রবিবার, ০২ জুন ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।