| বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানে কাজ করার সময় বজ্রপাতে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকার একটি আমবাগানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শ্যামিপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. শাহিন (২০) ও একই ইউনিয়নের শরৎনগর গ্রামের মো. হারুন আলীর ছেলে মো. অসিম (১৪)।
তিনি জানান, দুপুরে প্রায় একই সময়ে শরৎনগর ও গোপনালনগর এলাকায় আম বাগানে ফ্রুট ব্যাগিং এর কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায় ও দুজন আহত হয়।
তিনি আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরমধ্যে নয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Posted ৩:৩৪ পিএম | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।