বৃহস্পতিবার ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪১ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪১ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত আরও ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী কিংবা সহযোগী আসামি। তাদের অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

বুধবার (১২ মার্চ) বিকেলে নগর পুলিশের পক্ষ হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রুবেল (৩৫), সোহানুর রহমান পিএল (২৩), আব্দুর রহমান (২৭), মো. নাঈমউদ্দিন (৪১), আশফাকুর রহমান চৌধুরী (২৩), আবদুল হান্নান (৫৫), ইরফান (২৩), মুন্না (২০), জানে আলম (৫৫), আমজাদ হোসেন (৪০), ঝর্ণা আকতার (৩৫), জাহান এলাহী (৩৬), তারেক হাসান (৩০), পারভেজ (২৮), আকবর (৩০), মোবারক হোসেন (৩০), পারভীন বেগম (৩৪), সালমা বেগম (২৪), সাদিয়া আক্তার (২০), আবু জাহিদ (৫৫), মোজাম্মেল হক সিকদার (৫৬), সুজন (১৯), আলী আকবর সওদাগর (৫৫), সুমন (২৫), রিনা দাশ (২৩), কাউছার প্রকাশ কায়ছার, মো. লিটন মজুমদার (৪০), জুয়েল (৩৩), ফয়সাল আহম্মদ (১৫), মইন উদ্দিন মনির (২৬), আতিকুল ইসলাম জিন্নুর (৪২), শরিফ মিয়া (৪০), আজুল হক বাবু (২৫), মানিক (৩১), হৃদয় (২৩), সোহেল রানা শাকিব (২১), মহিউদ্দিন (৩৭), রাজিব হোসেন (২০), শাহাদাত (২০), জলিল আহম্মদ (৩৫) ও তারেক হোসেন (২৬)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস বিরোধী আইনে ৪১ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫৮ পিএম | বুধবার, ১২ মার্চ ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।