| শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
চট্টগ্রামের ডবলমুরিং থানার ইদগাহ এলাকায় আগুন লেগে কয়েকটি বাড়ি পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস বলছে, তাদের কাছে খবর দিতে দেরি করার কারণে আগুন ছড়িয়ে পড়ে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ইদগাহ কাঁচা রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক এমডি আব্দুল মালেক বলেন, খুব বড় আগুন ছিল না। তবে ছড়িয়ে পড়ায় সমস্যা হয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে কয়েকটি বাড়ি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুন লাগার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিতে দেরি করেছিল। এতে আগুন ছড়িয়ে পড়েছে।
ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার আসল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে বলে জানান আব্দুল মালেক।
Posted ১২:৫০ এএম | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।